প্রকাশিত: Tue, Dec 5, 2023 12:17 AM
আপডেট: Fri, May 9, 2025 10:03 AM

[১] হাইকোর্টে মির্জা ফখরুল জামিন শুনানি বৃহস্পতিবার

আদালত প্রতিবেদক: [২] প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলায় হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানির ওই তারিখ নির্ধারণ করেছেন।  

[৩] বিচারপতি মো: সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদন করা হয় বলে রোববার জানান ফখরুলের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল।

[৪] প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিম্ন আদালতে কয়েক দফায় নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে এই জামিন আবেদন করেন।

[৫] গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালানো হয় এবং ভেতরে ইটপাটকেল ছোড়া হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়। গত ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্পাদনা: ইকবাল খান